শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ADVERTISEMENT

রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে

অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন
এলাকার প্রায় অর্ধ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।এলাকার ভ্যানচালক, অটো চালক, যাত্রীবাহী মটরসাইকেল চালক ও অসহায় দুস্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।ইতিমধ্যে উপজেলার ৫টি ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শামসুদ্দীন ,
সংশিষ্ট ইউনিয়নে চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউপি সচিব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:শামসুদ্দীন জানান,জেলা প্রশাসন থেকে আজ পর্যন্ত শীতার্তদের জন্য ৪১১০টি কম্বল এবং ৩০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ পেয়েছি যা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে
বিভাজন করে দেওয়া হয়েছে অসহায় ও দুঃস্থদের মধ্যে বিতরণ করার জন্য।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান জানান,প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত উপজেলার ৪১১০জন অসহায় ও দুঃস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সম্পর্কিত