সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

২য় বার নৌকার মনোনয়ন পেলেন ডাঃ আব্দুল আজিজ এমপি

স্টাফ রিপোর্টার,মোঃ শাহিন আলম:সিরাজগঞ্জ ৩ আসেন ২য় বারের মত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ মহোদয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সফল অন্য সকল এমপির সিরিয়ালে তিনি ছিলেন অন্যতম।তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা, সার্বিক উন্নয়নের অগ্রগতি, এবং মানব সেবার পাশাপাশি, দিন রাত চিকিৎসা ক্ষেত্র নিয়ে ব্যাস্ত আব্দুল আজিজ সাহেব এলাকাবাসীর মন জয় করেছেন ইতিমধ্যে। তাড়াশ, রায়গঞ্জ সলঙ্গা বাসির চাওয়া আবারও সিরাজগঞ্জ ৩ আসনে এমপি হিসেবে আব্দুল আজিজ মহোদয় কে দেখতে চাই। জনসাধারণের ভালোবাসা রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২য় বারের মত নৌকার মাঝি করে তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা বাসির সার্বিক উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য সুযোগ প্রদান।ইতিমধ্যে গত ৫ বছরে তাহার উন্নয়নের ছোয়া তাড়াশ রায়গঞ্জ সলঙ্গায় দৃশ্যমান।মডেল মসজিদ, স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যাল কলেজ,রাস্তা পাকা করন,কার্ফেটিং,সলিং,খাল খনন ব্রিজ কালভার, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষিখাদ থেকে শুরু করে,বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা,মাতৃভাতা,ভিজিডি,ভিজিএফ,টিসিবি,থেকে শুরু করে এমন কোন স্থান নাই তাহার দারা উন্নয়ন সাধন হয় নাই। তাহার উন্নয়নে সকল শ্রেণীর মানুষের মনে গড়ে উঠে ভালোবাসার ঢল।সকলের মনোবাসনা একটাই ডাক্তার মোঃ আব্দুল আজিজ মহোদয় কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ও নৌকার মাঝি করলে সিরাজগঞ্জ ৩ আসনে, তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা বাসির ভালোবাসায় বিপুল সংখ্যক ভোটে আবারও নৌকা জয় যুক্ত হবে। ভালোবাসার চাওয়া ও এলাকার উন্নায়ন সাধন করতে হয় তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রদান। এমপি আব্দুল আজিজ সাহেবের ভাষায়, তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা বাসির ভালোবাসা ছিলো বলেই হয় তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ও নৌকা প্রতীক দিয়ে ২য় বারের মত আমাকে মনোনীত করেছেন। আমি আশা রাখি তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা বাসি আমাকে আবারও ও বিপুল ভোটে জয় যুক্ত করে এলাকার মাটিও মানুষের সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দিবেন। আমি গত ৫ বছর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি ছিলাম এর মধ্যে আমার চেষ্টা দ্বারা যতটুকো সম্ভব উন্নয়ন সাধন করেছি।বাকি যে পরিকল্পনা ছিলো তা শেষ করতে পারি নাই তবে জননেত্রী শেখ হাসিনা যখন আবারও ও আমাকে সুযোগ করে দিছেন তাতে আমি পুরো আশাবাদী আমার স্বপ্ন, তাড়াশ রায়গঞ্জ সলঙ্গার মেহনতী মানুষের, সকল সেবা প্রদান করে, এলাকার সকল উন্নয়ন সাধনের মধ্যে দিয়ে আবারও কাজ করে যেতে চাই। আমি বিশ্বাস করি মানুষ মানুষের জন্য, তাই মহান মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। যতটা ভালোবাসা এলাকাবাসী কাছে পেয়েছি নিজে কত টা দিয়েছি জানিনা তবে এবার দেশ নেত্রী শেখ হাসিনার সহযোগিতায়, আমার আসনের সকল কাজ পরিসমাপ্তি করবো ইনশাআল্লাহ। পরিশেষে আবারও তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা বাসির নিকট জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা মার্কায় ভোট চেয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে বলতে চাই, জাতি,ধর্ম,বর্ণ, ভুলে আগামী ৭ জানুয়ারি তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা বাসি তথা দেশবাসী নৌকা মার্কায় আপনার মুল্যবান ভোট প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত কে শক্তিশালী করুন দেশ ও জাতির উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।

সম্পর্কিত