ডেস্ক নিউজঃ নেপালের বিপক্ষে বল হাতে একাই নেপালের টপ অর্ডারকে ধসিয়ে দেন পেসার তানজিম সাকিব। সেই ম্যাচে টাইগারদের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। মেজাজ হারিয়ে তর্কে জড়ান নেপালের রোহিতের সঙ্গে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশের পেসার সাকিবকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গ করেন তিনি।
নেপালের বিপক্ষে টানা ৪ ওভারের স্পেলে মাত্র ৭ রানে ৪ উইকেট শিকার করেন ২১ বছর বয়সী সাকিব। যেখানে দুই ওভারই করেছেন মেইডেন। বিশ্বমঞ্চে এমন আগুন ঝরানোর দিনে একগাদা রেকর্ডও গড়েন এই তরুণ পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো ৪ ওভার করা বাংলাদেশের বোলারদের মধ্যে এটিই সবচেয়ে কম রানের রেকর্ড। গত মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে এক মেইডেনসহ ৭ রানে ১ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন।