বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

শেরপুরে ভাইস চেয়ারম্যন প্রার্থী মোঃ রনি সরকার এর ব্যাপক গণসংযোগ

মোঃ শাহাদৎ হোসেন ভ্রাম্যমান প্রতিনিধি:- বগুড়ার শেরপুর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ রনি সরকার এর ব্যাপক গণসংযোগ ও প্রচার -প্রচারনা চালিয়েছেন।

বুধবার (১৫ মে) শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন -বগুড়া বাজার, বেটখৈর সকাল বাজার, বেটখৈর জাকারিয়া মার্কেট, বগুড়া বাজার বাস স্ট্যান্ড চত্বর, আমতলা, সহ বিভিন্ন এলাকায় তিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার-প্রচারনা ও সাধারণ জনগনের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রনি সরকার বলেন, আমি দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত।
ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ লালন করে রাজনীতির সাথে জড়িত আছি।

আমি বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর পৌর শাখার ছাত্রলীগের।
আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ও নেতৃত্ব দিচ্ছি। অসহায় মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের এগিয়ে যাচ্ছে।

বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।

সেই উন্নয়নের ছোয়া আমাদের শেরপুর শহর সহ এলাকায় ও লেগেছে।
বগুড়া-৫ আসনের মাননীয় সাংসদ সদস্য গৃহায়ন,গণপূর্ত ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে স্থায়ী কমিটির সদস্য, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান মজনু আমাদের জন্য ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন মূলক কাজকর্ম করে যাচ্ছেন।

এই উন্নয়ন কাজের সাথে উপজেলা পরিষদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে।

আমি আগামী দিনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে শেরপুর ধনুটের আমার অভিভাবক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান মজনু সাহেবের সহযোগিতায় আরোও বড় পরিসরে কাজ করার সুযোগ ও বরাদ্দ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই উপজেলা পরিষদে কাজ করতে চাই।

তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন,দোয়া ও ভোট দিবেন।

এ-সময় সময় উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল ইসলাম আকন্দ প্রধান শিক্ষক বেটখৈর উচ্চ বিদ্যালয়, মোঃ আমিনুল ইসলাম শিক্ষক বেটখৈর উচ্চ বিদ্যালয়, মোঃ আব্দুল হামিদ শিক্ষক বেটখৈর উচ্চ বিদ্যালয়, মোহাম্মাদ রুবেল আকন্দ বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ শাহাদৎ হোসেন , সহ ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত