শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃবগুড়ার বগুড়া শাজাহানপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্ৰেফতারকৃতরা হলেন, চোপীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হাকিম মোল্লা, খোট্রপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম খান মহব্বত, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহফুজ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম হোসেন।
রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে বগুড়া সদর থানার একাধিক নাশকতা মামলায় আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সদর সার্কেল মোস্তফা মঞ্জুর পিপিএম-সেবা এর নেতৃত্বে শাজাহানপুর থানা পুলিশের একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামীদেরকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে সদর থানায় দায়ের করা একাধিক নাশকতা মামলায় আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।