রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃসম্প্রতি সময়ের প্রতিবাদী কণ্ঠ নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে রৌমারীর আনসার ভিডিপির নামে ভুল তথ্য প্রচার করা হয়েছে। যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। সোমবার ৬ জানুয়ারী সাংবাদিকদের কাছে এক পত্রের মাধ্যমে এসব তথ্য নিশ্চত করেন রৌমারী সদর ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার রেজাউল করিম মিঠুন।
সেখানে রাসেল রানা চৌধুরী নামের এক ব্যক্তি বলেন, আজ রবিবার সকাল ১০ টায় রৌমারী সদর ইউনিয়নের গোয়ালগ্রাম বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন-২০২৫ এর নিয়োগ বাছাই পর্বের কাজ শুরু করেছে। আবেদনকারীর সকলের উপস্থিতির মধ্যে দিয়ে বাছাই পর্বের কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী ১২ জানুয়ারী ২৫ ইং সকাল ৮ টায় হতে দুপুর ১ টা পর্যন্ত ট্রেনিং শুরু হবে বলে জানিয়েছেন আনসার ব্যাটালিনয়ন এর রৌমারী ইউনিয়ন এর কমান্ডার মো: রেজাউল করিম মিঠুন। প্রতিবাদ করে তিনি বলেন, এ বিষয়ে কারো সাথে কোনো প্রকার কথা হয়নি। সেখানে আনসার ও ভিডিপির ১০ দিন মেয়াদি মৌলিক প্রশিক্ষণের জন্য বাছাই করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষিকা নুরজাহান বেগম, প্রশিক্ষক রাকিব হোসেন, ইউনিয়ন দলনেতা সামছুল আলম ও দলনেত্রী আরিফা খাতুন। উল্লেখিত আনসার ব্যাটালিয়ন এর নিয়োগ সম্পন্ন আনসার সদর দপ্তর কর্তৃক হয়ে থাকে। এই বিষয়ে কোনো সংবাদ মাধ্যমে জানানো হয়নি। কেবা কারা এই ভিত্তিহীন সংবাদ প্রচার করে যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এই সংবাদ ভুয়া ও ভিত্তিহীন।