মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা তাঁতীদলের উদ্যোগে মিম কমিউনিটি সেন্টারে অসহায় ৩ শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন ড. কাজী মনিরুজ্জামান মনির। উপজেলা তাঁতীদলের সভাপতি মো. দুলাল শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক প্রফেসর আঃ আউয়াল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. রুহুল আমিন ফকির, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, পল্লী চিকিৎসক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এম মারুফ হোসেন।
