নিজস্ব সংবাদদাতা:
“মানবতার শ্রেষ্ঠদান স্বেচ্ছায় করুন রক্তদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি ১৮ই মে ২০১৪ সাল থেকে দীর্ঘ ১১ বছর যাবত কাজ করে আসছে।
১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে চান্দিনায় এবং ধর্মসাগর পাড়, কুমিল্লায়, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত ক্যাম্পেইন এ প্রায় ২৫০ জন মানুষের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া এবং সচেতনতা মূলক কথা বলা হয় সবার সাথে। উক্ত ক্যাম্পেইনটি উদ্ভোদন করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা জনাব- মোঃ ইয়াকুব আলী, তিনি বলেন সংগঠন টি এই পর্যন্ত গত ১০ বছরে ২০৪৩৮ জনকে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে এবং ৪ হাজার + ব্যাগ রক্ত দান করা হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে।
কেবল রক্ত দানই নয় শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রি, ইদ সামগ্রী, এতিম ছাত্রদের পড়াশোনা খরচ, ও বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখছে সংগঠনটি…উক্ত ক্যাম্পেইন এ আরো উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সালাউদ্দিন সিফাত, নাছির উদ্দীন, সহ-সভাপতি মোঃ আল-আমীন সরকার, সাংগঠনিক সম্পাদক -ফাহিমা মজুমদার, আল আমিন, সাইফুল ইসলাম প্রমুখ।