মোঃমকবুলার রহমান,স্টাফ রিপোর্টার নীলফামারীঃ
মাগুরায় নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারকে আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।
শনিবার (১৫ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, শিশুটির পরিবারের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।
আইনি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ:
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশুটির বিচার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব আইনি সহায়তা দেবে। একইসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয় তার পরিবার, বিশেষ করে বড় বোনের মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।
এই উদ্যোগের বিষয়ে উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঘটনার পেছনের করুণ বাস্তবতা:
নির্যাতনের শিকার শিশুটি কয়েকদিন আগে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। ৬ মার্চ হঠাৎ অচেতন অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন বোনের শাশুড়ি। চিকিৎসকদের সন্দেহ হয়, এবং পরে বোনের শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।
শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পর্যায়ক্রমে ফরিদপুর মেডিক্যাল কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) এবং সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানেই ১৩ মার্চ সে মৃত্যুবরণ করে।
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো দেশ শোকাহত। শিশুটির পরিবার যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।