বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা

মোঃ কামরুল হাসান কাজল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ০২ মে (বৃহস্পতিবার) জমা দেয়ার শেষ দিনে (৩য় ধাপ) চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদুল হক শাহিন শিকদার, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আলী মন্ডল, প্রভাষক রফিকুল ইসলাম ও পল্লী চিকিৎসক মতিয়ার রহমান।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শাহজাহান আলী সোহাগ, একেএম গোলাম কাদের সিদ্দিকী রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান, এস এম ফারুকুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, ও জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারীর সহধর্মিনী মনোয়ারা বেগম ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহম্মেদ নাসিম বলেন তপশীল অনুযায়ী ০২ মে বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ০৫ মে যাছাই বাছাই ১২ মে প্রত্যাহার ও ১৩ মে প্রতীক বরাদ্দের দিন ধায্য আছে। আগামী ২৯ মে এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৭৩৪ জন।

সম্পর্কিত