রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু

মোঃ কামরুল হাসান কাজল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে রাতে মাছ ধরতে গিয়ে ঝন্টু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৯ জুন) দিন গত মধ্যে রাতে দুধকুমার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।

মৃত ঝন্টু মিয়া উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিলবাড়ি এলাকার শামছুল হক এর ছেলে। মৃতের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, গত রাত ১২টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

এ সময় ঝন্টু মিয়া বাড়ির পাশে দুধকুমার নদে মাছ ধরতে যান। রাত শেষেও বাড়িতে না ফেরায় সকালে পরিবারের লোকজন তাকে খোঁজতে গিয়ে নদীর ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরিবারের ধারণা রাতে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, আমি একটি মিটিং এ আছি। এ বিষয়ে কেউ কিছু জানা যায়নি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।

সম্পর্কিত