রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বালিয়াডাঙ্গী লাহিড়ী বাজারে অতিরিক্ত টোল আদায়ে একজনকে জেল ৩ লাখ টাকা জরিমানা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে পশুর হাটে নির্ধারিত টোলের থেকে অতিরিক্ত টোল আদায় করায় মো.সারোয়ার হোসেন (৩৮) নামের একজনকে তিন লাখ টাকা জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত আজ শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫‌ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পশুর হাটে উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার এ জরিমানা করেন। সেখানে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পেলে তিনি ভ্রামম্যাণ আদালত পরিচালনা করে টোল আদায়কারী ওই ব্যক্তিকে জেল ও জরিমানা প্রদান করেন। মো. সারোয়ার হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চারোল ইউনিয়নের মধ্য চারোল গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাওছার জানান, পশুর হাটে নির্ধারিত টোলের থেকে অতিরিক্ত টোল আদায় করায় ভোক্তা অধিকার আইনের ৪০ ও ৫৩ ধারায় আদায়কারী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত