রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নাগেশ্বরীতে ব্যবসায়ীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

মিজানুর রহমানঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গাগলা বাজারের কাছে মন্ডলপাড়া এলাকায় রাজু মন্ডল নামের এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। নিহতের বাবার নাম জহুরুল হক মন্ডল। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। বাসার গেট থেকে মাত্র ১০০ গজ দুরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। রবিবার (১৬ জুন) দিনগত মধ্যরাতে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারনা করছে মানুষ। স্থানীয়রা জানিয়েছেন, লাশের বিভৎস অবস্থা দেখে ধারনা করা হচ্ছে ওত পেতে থাকা ঘাতক লুকিয়ে থেকে সুযোগ বুঝে তাকে হত্যা করেছে। এলাকাবাসী আরো জানিয়েছে, নিহত রাজু মন্ডল খুব ভালো মানুষ ছিলেন। লাশ দেখতে হাজারো মানুষ সেখানে ভীড় করছে। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত