সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

নাগেশ্বরীতে আ: লীগের দুই নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযানে রায়গঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ ও ওয়ার্ড সহ-সভাপতি দুই নেতাকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। তারা দুজন নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মোহাম্মদ লোকমান হোসেন লিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ জুলহাস মিয়া ওয়ার্ড পর্যায়ে সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৭টায় নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার থেকে রায়গঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড গাটির খামার রতনপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের পুত্র মোহাম্মদ লোকমান হোসেন লিয়ন(২৭)রায়গঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাত পৌনে ৮টায় রায়গঞ্জ বাজার থেকে রায়গঞ্জের ২নং ওয়ার্ড হাতিয়ার ভিটা গার্লস স্কুল সংলগ্ন গ্রামের মৃত কাদের আলীর পুত্র মোহাম্মদ জুলহাস মিয়া(৬২) ২নং ওয়ার্ড সহ-সভাপতি কে গ্রেফতার করেন। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, নাগেশ্বরী থানায় দায়ের করা ১/২/২৫ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সম্পর্কিত