সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ

মো: মাইনুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ইমরান হো‌সেন ( ৯ ) ও ইব্রা‌হিম আলী (১১) না‌মের আপন দুই ভাই নি‌খোঁজ হ‌য়ে‌ছে। শ‌নিবার (১০ মে) বিকেল ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলা‌মের দুই ছে‌লে। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই ইউনিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ড সদস‌্য মো:লোকমান হা‌কিম।
সেখানে উপস্থিত থানার এস আই মোঃ হুমায়ুন বলেন উদ্ধারের কাজ চলছে। এখন পর্যন্ত তাদের সন্তান পাওয়া যায়নি পেলে জানাবো।

স্থানীয় বা‌সিন্দা হায়দার আলী ও আবু সাঈদ সরকার জানান, গত ৬ বছর পূ‌র্বে শিশু ইমরান ও ইব্রাহি‌মের মা‌য়ের স‌ঙ্গে তাদের বাবার বি‌চ্ছেদ হয়। এরপর তা‌দের মা ইস‌মোতারার অন‌্যত্র বি‌য়ে হ‌লে শিশু‌ দু‌টি চর জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা নানা ইসলাম আলীর বা‌ড়ি‌তে থা‌কে। শ‌নিবার দুপুর ২,টার দি‌কে তা‌র সহপা‌ঠী রা‌ফি সহ (১৩) ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদে গোসল ক‌রতে না‌মে। এ সময় রা‌ফি উপরে উঠ‌তে পার‌লেও
ঐ দুই ভাই (ইমরান ও ইব্রা‌হিম) নদী‌তে ডু‌বে নি‌খোঁজ হয়।

প‌রে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি ক‌রলেও তা‌দের খোঁজ মেলে‌নি। ফায়ার সার্ভিসের সহযোগিতা নিলে
তারা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর না পেরে রংপুর থেকে ডুবুরি নিয়ে আসে রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায় নি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, বিষয়‌টি জানা নেই। তবে লোক পা‌ঠি‌য়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে।

সম্পর্কিত