রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নড়াইলের কালিয়ায় থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলঃনড়াইলের কালিয়ায় থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একজন।মাদক ব্যবসায়ের সাথে জড়িত মিনহাজুল আবেদিন বাবু (২৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মিনহাজুল আবেদিন বাবু (২৮) নড়াইল জেলার কালিয়া থানার ফুলদাহ গ্রামের মৃত আব্দুল হাই মিয়ার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে নড়াইল জেলার কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়নের চাচুড়ি বাজারের জনৈক তছিকুল ইসলাম এর ওষুধের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এইচ এম সাইফুল্লাহ, এসআই (নিঃ) টিপু সুলতান ও এএসআই (নিঃ) তুহিন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মিনহাজুল আবেদিন বাবু (২৮)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত