বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

নওগাঁয় অভিনব কায়দায় লুকিয়ে রাখা গাঁজাসহ ২ মাদক সম্রাট গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর বদলগাছীতে দুই মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এসময মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দার লুকিয়ে রাখা ১কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার চকতাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শাহাপুর গ্রামের মোজাহার আলীর ছেলে রিপন (৩৫) ও ঝাড়ঘড়রিয়া এলাকার শাহজাহান আলী খানের ছেলে সোহেল রানা (৩৪)।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত রিপন ও সোহেল রানা দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রিপন এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে মোটর সাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দার লুকিয়ে রাখা গাঁজা বহনকালে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা রজু করা হয়েছে।

 

সম্পর্কিত