বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তা জোরদার ডিএমপির

নিউজ ডেস্ক:থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা নিশ্চিতে আতশবাজি, পটকাবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপির গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আজ রোববার সন্ধ্যার পর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পুলিশের পাশাপাশি র‍্যাবের টহলও বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রাজধানীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে গুলশান বনানী, বারিধারা, ধানমন্ডি, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু এলাকায় যানবাহনে প্রবেশেও নির্দেশনা দেয়া হয়েছে।

সম্পর্কিত