মোঃ আশরাফুল ইসলাম, (স্টাফ রিপোর্টার) ঠাকুরগাঁওঃঠাকুরগাঁও সদর উপজেলাধীন ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়েন আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বমোট ২০ টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের সভাপতি ও সার্বিক সহযোগিতার ছিলেন জনাব মোঃ মোমিনুল ইসলাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার, ঠাকুরগাঁও সদর উপজেলা।
ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব এস এম আবুল কাশেম আজাদ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক ও ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ও সমাজ সেবক জনাব মোঃ আহসান হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ বাবুল হোসেন সহ ১৯নং বেগুনবাড়ি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলিগন।
সারাদিনব্যাপী খেলাধুলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয় অংশগ্রহণকারী ২০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৯ নং বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বোচ্চ পুরুষ্কার বিজয়ী বিদ্যালয় হিসেবে বিবেচিত হয়। পুরুষ্কার বিতরনী শেষে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সমাপ্তি করা হয়।