সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ট্রাক চাপায় মা ও সন্তান নিহত

আব্দুল লতিফ সরকার, আদিতমারী প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেলে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মা ও ছেলে নিহত হয়েছে।সোমবার (২৫ ডিসেম্বর) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতারা হলেন মোছা: রিনা খাতুন (২৫) ও তার ছেলে মো: রাহিদুল ইসলাম (২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে স্ত্রী, সন্তানকে নিয়ে রাহিদুল ইসলাম বাবু কাকিনায় বাড়ি ফিরছিলেন। পেছন থেকে ঢাকাগামী ট্রাকচাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন। মোটরসাইকেলের চালক দূরে পড়ে যাওয়ায় দুর্ঘটনার কবল থেকে থেকে বেঁচে যান তিনি।কালীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ কবির বলেন, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

সম্পর্কিত