সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তীতে এমন তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অভিযানে এক নারীকে আটক করা হলেও পালিয়ে যায় তার স্বামী।

আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকার হাবিবুর রহমান হাবুর স্ত্রী চাঁদনী বেগম এবং পলাতক হাবিবুর রহমান হাবু একই এলাকার আব্দুল হামিদ গুধুর ছেলে।

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক ইমরুল হাসান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর গ্রামে চাঁদনী ও হাবিবুর দম্পত্তির ভাড়াকৃত বাসায় বুধবার বিকাল সাড়ে ৫টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১১ কেজি গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটক করা হয় মাদক ব্যবসায়ী চাঁদনী বেগমকে। তবে অভিযানের সময় তার স্বামী হাবিবুর রহমান হাবু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চাঁদনী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আটককৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৯(খ)/৪১ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানান উপপরিচালক।

সম্পর্কিত