বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

গাইবান্ধার দুই আসনে আওয়ামিলীগের নতুন মুখ

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে দুটিতে নতুন মুখ নৌকার মাঝি হয়েছেন। বাকি তিনটি আসনেই পুরোনোরাই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় সংসদের হুইপ ও বর্তমান সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরীকে হটিয়ে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন নৌকার মনোনয়ন পেয়েছেন।

এদের মধ্যে গাইবান্ধা-১ আসনে মিসেস আফরুজা বারী ও ৪ আসনে আবুল কালাম আজাদ আওয়ামী লীগের প্রথম মনোনয়ন পেলেন।

সম্পর্কিত