সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে তিন আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি:জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর ধারাবাহিকতায় এবার কুড়িগ্রামে তিন আসনে চূড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে নিশ্চত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা সূরা বৈঠকে (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) নিয়ে কুড়িগ্রাম-২ আসনে দলটি মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারকে, উলিপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালেহীকে। অপরদিকে কুড়িগ্রাম- ৪ (চিলমারী,রৌমারী,রাজিবপুর) আসনে মনোয়নন পেয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তাক।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, “কুড়িগ্রাম জেলা সূরা বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কুড়িগ্রামে তিনটি সংসদীয় আসনের প্রার্থী দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে কুড়িগ্রাম-১ আসনের বিষয়ে  কোনো  সিদ্ধান্ত হয়নি।

সম্পর্কিত