নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম অদ্য ২৫ জুন ২০২৪ বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোর্শেদুল হাসান পিপিএম এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানাধীন বাসস্টান্ড এলাকায় সুপারির বস্তায় অভিনব কায়দায় মাদক ফিটিং করে পরিবহনের সময় ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ভূলতা এলাকার মাদক কারবারি শামীম (২৯) কে হাতেনাতে গ্রেফতার করে ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, ভূরুঙ্গামারীতে ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মাদক কারবারি গ্রেফতারকৃত শামীম অভিনব কৌশলে সুপারির বস্তায় ফেন্সিডিল ফিটিং করে পরিবহনের চেষ্টা করে কিন্তু ভূরুঙ্গামারী থানা পুলিশের চৌকস অভিযানে সে মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয়। উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।