রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ আগুনে দোকান ও গোডাউন পুরে ছাই

সোহেল রানা,কালীগঞ্জ(লালমনিরহাট)প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে পুড়ে গেছে দুটি দোকান।

শুক্রবার (২৮শে জুন)ভোর ৫টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাদুর বাজার শফিকুল মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে বলে জানান কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবু তাহের।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু তাহের বলেন, “ বাজারের পাদুর বাজার শফিকুল মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তিনি আরও বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাদের ৩ লক্ষ ৫০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর ৫টায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। কিন্তু ততক্ষণে মার্কেটের নাঈমুল ইসলামের চায়ের দোকান এবং আনোয়ার ইসলামের ভুট্টার গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত গোডাউন ব্যবসায়ী আনোয়ার বলছিলেন, “আগুনে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।” চায়ের দোকানদার নাঈমুল ইসলামেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্পর্কিত