সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কাদিয়াকান্দিতে বিষ দিয়ে মাছ বিধান

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে উপজেলার বহরপুর ইউনিয়নের হকরজোনা এলাকায় কাদের মন্ডলের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

বহরপুর ইউনিয়নের ইকরজনা গ্রামের আব্দুল কাদের মন্ডল বলেন, প্রায় ৪০ শতাংশ জায়গার ওপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে সিলভার, কাতলসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। রাতে কয়েকজন লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানতে পারি।

তিনি বলেন, শুক্রবার (২৪ মে) সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখি। প্রথমে গ্যাসের অভাবে মাছ মারা গেছে ভাবলেও পরে পুকুরের পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।

বালিয়াকান্দি থানার এস আই রাজিবুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত