উলিপুর প্রতিনিধি:প্রায় শতাধিক শিশুদের নিয়ে দিনব্যাপী মেহেদী উৎসব করেছে রক্তিম পাঠশালা। আজ বুধবার (১০ এপ্রিল) রক্তিম পাঠশালায় মেহেদী উৎসব হয়। উৎসবে এক শিশু আরেক শিশুর হাত মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেয় । এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।
শিশুদের মেধা ও মননে সৃজনশীল করে গড়ে তুলতে রক্তিম ফাউন্ডেশনের সহযোগিতায় উলিপুরের পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতী বাড়ি গ্রামে “রক্তিম পাঠশালা” প্রতিষ্ঠিত হয়। রক্তিম পাঠশালায় শিশুদের বইপড়া,ছবি আঁকা,আবৃত্তি এবং অন্যান্য সহশিক্ষা শেখানো হয়।
রক্তিম পাঠশালার পরিচালক নাজমুল আল হাসান বলেন,শিশুদের ঈদকে রাঙ্গিয়ে দিতে রক্তিম পাঠশালার এই মেহেদী উৎসব।