মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটারঃ
নওগাঁর আত্রাই উপজেলায় বিভিন্ন ইউনিয়নে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যময় মেলা হয়। ঘুড়ি ওড়ানো, মাটির তৈরি জিনিসপত্র বিক্রি ও বিভিন্ন রকমের খাবার বিক্রি, ছোট বড় হরেক রকমের মাছ এই মেলার অন্যতম আকর্ষণ।পৌষ সংক্রান্তি উপলক্ষে আত্রাই উপজেলায় ৫/৬টি স্থানে তিন দিনব্যাপী সংক্রান্তি ও হিন্দু সম্প্রদায়ের বুড়াবুড়ির মেলা শুরু হয়েছে।
বিশেষ করে আত্রাই উপজেলার ভোপাড়া ইউনিয়নের অন্তর্গত জামগ্রাম গ্রামে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী সীতা দেবীর মেলা।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি-২০২৫) কুয়াশাচ্ছন্ন ভোড় থেকে মেলার কার্যক্রম শুরু হয়।
বাঙালি সংস্কৃতিতে পৌষ মাসের এই শেষ দিনটি নানা বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হয়।প্রতিবারের মতো এবারও আত্রাই উপজেলার জামগ্রাম গ্রামে আয়োজন করা হয় শ্রী শ্রী সীতা দেবীর মেলা।
মেলার অন্যতম আকর্ষণ ঘুড়ি উড়ানো এবং হরেক রকমের খাবার। মেলায় খই, বিন্নি,বাতাসা, চিনির তৈরীর খেলনা, ভাজা পেঁয়াজো, চানাচুর, বাদাম, মাটির তৈজষপত্র, বাঁশ-বেতের তৈজষ পত্র, বাচ্চাদের খেলনার দোকান সহ চটপটির ষ্টল গুলোতে প্রচন্ড ভীড় দেখা যায়।