সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

নওগাঁ জুমে উঠেছে সকল ধরনের সবজির বাজার

এবিএস রতন, নওগাঁ:নওগাঁ প্রতিনিধি নওগাঁ জুমে উঠেছে সকল ধরনের সবজির বাজার। বদলগাছি উপজেলা কোলা বাজারে মিলছে সব রকম সবজি দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা পাইকারি সবজি কিনছে এই বাজারে। ক্রেতা মনিরুল হক বলেন আমি নওগাঁ জেলার বিভিন্ন বাজার থেকে সবজি ক্রয় করি আমাদের এই সবজি দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে থাকি। নওগাঁর সবজি সারাদেশেই চাহিদা রয়েছে আমার সবজি ঢাকা-চট্টগ্রাম ও খুলনায় যাই।একই উপজেলার বদলগাছি বাজারে দেখা মিলে বিভিন্ন রকম সবজি। বিক্রেতা রাশেদুল হোসেন বলে আমি এ বছর দুই বিঘা ফুলকপি চাষ করেছি কফির দাম ভালো পাওয়াই আমি খুশি বিক্রেতা শাকিল হোসেন বলেন এবছর সবজির চাহিদা ভালো থাকায় দাম ভালো পাচ্ছি আমি বডবডি লাউ ও সিম চাষ করেছি প্রতি সপ্তাহে দুইদিন বাজারজাত করে থাকি সবজির উপস্থিতির উপর দাম কম বেশি হয়ে থাকে নওগাঁ সদর উপজেলা কীর্তিপুর বাজারে খুচরা কেতা শাহজাহান হোসেন বলে আগের চেয়ে কাঁচা বাজারের দাম কম থাকায় সকলেই কাঁচা বাজার কিনতে পারতেছি সকল ধরনের কচা বাজার পাওয়া যাচ্ছে। লাউ ফুলকফি বাঁধাকপি সিম মুলা বেগুন সহ সকল ধরনের শাকসবজি কোথাও পাতা পিয়াজ মিলছে সবজির দাম নিয়ন্ত্রণে থাকায় আমরা সাধারণ মানুষ কিনে খেতে পারছি। সবজির ফলন ভালো হওয়াই বাজারে মিলসে সবজি।

সম্পর্কিত