মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের চিলমারীতে একটি গ্রামের ৭০-৮০ জন মানুষ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে। বুধবার সকাল ৯টায় উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর মণ্ডলপাড়া গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা মাঠে জামাতটি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার সকাল ৯টায় উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর মণ্ডলপাড়া গ্রামের ৭০ থেকে ৮০ জন মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পুলিশি নিরাপত্তা নিয়ে তারা জামাত আদায় করেন।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রতি বছর তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজানের রোজা পালনসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করেন।
ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মো. আবু ছায়েম মিয়া জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওই গ্রামের ঈদের নামাজ আদায় হয়েছে। অপ্রীতিকর ঘটনা এরাতে ঈদের নামাজকে ঘিরে পুলিশি নিরাপত্তা প্রদান করা হয়েছে।