রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে দুবাই প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

মোঃ আমিরুল হক,রাজবাড়ী:রাজবাড়ীর পাংশায় শ্বাসরোধ করে রোজিনা আক্তার ওরফে আরজিনা (২৮) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুবৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে। ওই গৃহবধু উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন হোসেনের স্ত্রী।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে গৃহবধুর বসত বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করে।

পাংশা থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার পাট্টা গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে গৃহবধূ রোজিনা আক্তারের মরদেহ দেখে থানায় খবর দেয় গ্রাম পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার ক্লু উদ্ধারে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত