সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

বদলগাছি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনী কর্তৃক কম্বল বিতরণ

এবিএস রতন নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বদলগাছী উপজেলার শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনী কর্তৃক
কম্বল বিতরণ করা হয়েছে।রবিবার ১৭ই ডিসেম্বর সকাল ১১টায় বদলগাছী উপজেলার মিঠাপুর উচ্চ বিদ‍্যালয় মাঠে লাকী টাইগার্স এর আয়োজনে ১১পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়ার সৌজন্যে ২৬ পদাতিক ব্রিগেডের ব‍্যবস্থাপনায় কমান্ডার ২৬ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম,এসইউপি,এএফডব্রিউসি,পিএসসি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন ৭ইস্ট বেংগল রেজিমেন্ট এর অধিনায়ক মোঃ মাহমুদুজ্জামান,পিএসসি।
সেনাবাহিনী কর্তৃক জানানো হয়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর,আধাইপুর এবং মথরাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের জন‍্য ১১ পদাতিক ডিভিশন এর ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেংগল রেজিমেন্ট কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ৫৭৫টি কম্বল বিতরণকরা হয়।সন্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় এই এলাকার শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত