শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শ্রম ভবন সামনে ১২ দিনের আউটসোর্সিং কর্মচারীরা অবস্থান কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের বিক্ষোভ সমাবেশ

 

আহসান হাবিব রুবেল স্টাফ রিপোর্টার,
চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদার প্রথা বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বিজয়নগর শ্রম ভবন ১২ দিনের মতো এ কর্মসূচি পালন করছেন তাঁরা। এদিন জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ককের পাশে ব্যানার হাতে নানা স্লোগান দেন জাতীয় প্রেসক্লাবের সামনের বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় ব্যানার হাতে মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যোগ দেওয়া আউটসোর্সিং কর্মীরা।

আউটসোর্সিং চাকুরীচ্যুতদের পুনর্বহাল, ঠিকাদার ব্যতিত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, চাকুরীর নিশ্চয়তা, বকেয়া বেতন পরিশোধ ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।
এ সময় আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায়ের চূড়ান্ত ফলাফল না পেলে রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মকতা-কর্মচারীরা।

সম্পর্কিত