এম এ ওয়াহেদ লাখাইঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে মোড়াকরি ইউনিয়ন পরিষদে মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ট ও অবাধ নিরপেক্ষ ও ভোটার উপস্থিতি বিষয়ের উপর আলোচনা করা হয়। সভা শেষে মাদ্রাসার ছাত্র ছাত্রী ও গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথি বৃন্দ। আরো উপস্থিত ছিলেন লাখাই থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।













