শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রৌমারীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে সাপের কামড়ে আতিকুর রহমান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দঁাতভাঙ্গা ইউনিয়নের  বগারচর হরিণধরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু আতিকুর ওই গ্রামের আব্দুল মোমেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে আতিকুর বাড়ির সামনে রাস্তায় হাটতেছিল। এ সময় পার্শ্ববর্তী ঝোপ থেকে একটি বিষধর সাপ এসে তার পায়ে কামড় দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত