শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রৌমারীতে প্রতিবেশীর ইটের দেয়ালে অবরুদ্ধ এক পরিবার চলাচলের অধিকার ক্ষুণ্ন

 রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ যাতায়াতের বিকল্প রাস্তা না থাকায় প্রতিবেশীর ইটের দেয়ালে এক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এক বছর ধরে ৫ ইঞ্চি দেয়ালের ওপর দিয়ে চলাচল করছেন পরিবারটি। এতে বিপাকে পড়েছেন কোমলমতি স্কুলগামী শিক্ষার্থী, বয়োজ্যেষ্ঠ সদস্যসহ অন্তঃস্বত্ত্বা নারী।এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ভুক্তভোগী আব্দুস সালাম।ফায়ার সার্ভিস কুড়িগ্রামের রৌমারী এলাকার ঘটনা। জানাগেছে, গত ২৫ বছর ধরে রৌমারী ডিসি রাস্তা হতে লতিফ মেম্বারের ওই রাস্তায় ৪ ফিট আইল দিয়ে ভুক্তভোগি পরিবার চলাচল করছিলেন।

সেই রাস্তায় গত বছর ইটের দেয়াল দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন জমির মালিকরা।অভিযোগ রয়েছে অবরুদ্ধ পরিবারের বসতবাড়ি কিনে নেওয়ার জন্য এই কারসাজি করেন জমির মালিক গোলাম মোস্তফা ও লালমিয়া। ভুক্তভোগী আব্দুস সালাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা দিয়েই চলাচল করেছি। হঠাৎ এক বছর আগে ইটের ওয়াল দেয়। কারণ আমার বাড়ির জমির মালিক গোলাম মোস্তফা ও লাল মিয়া জমি কিনে নেওয়ার জন্য এই কারসাজি করেছে।

তিনি আরও বলেন,স্বাধীনভাবে চলাচল করা আমার সাবিধানিক ও নাগরিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে।প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি। এনিয়ে আমি সহকারী কমিশনার (ভূমি) সহ কিন্তু এর কোনো প্রতিকার পায়নি। আমি আমার পরিবার নিয়ে চরম দুর্ভোগে পরেছি। জমির মালিক গোলাম মোস্তফা বলেন, সালাম আমার কাছে চলার জন্য রাস্তা চেয়েছিল, আমি বলেছিলাম জমি কিনতে কিন্তু কেনেননি। এখন আমার নিরাপত্তার জন্য ইটের দেয়াল দিয়েছি। বসতবাড়ি কেনার অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, সে মিথ্যা ও বানোয়াট কথাবার্তা বলছে। আমি কেন তাঁর বাড়ি কিনতে যাবো। জমির আরেক মালিক লাল মিয়া একই কথা বলেন। অবরুদ্ধ পরিবারের ঘটনা সম্পর্কে জানা থাকলেও রৌমারী সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

সম্পর্কিত