বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের কবর জিয়ারত করলেন ভিপি নুর

বিমল কুমার রায়, দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাজু ইসলামের কবর জিয়ারত করেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় দেবীগঞ্জ উপজেলার
টেপ্রিগঞ্জ ইউনিয়নের টোকরাভাসা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাজু ইসলামের কবর জিয়ারত করেন।
এরপর তিনি দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

পথসভায় তিনি বলেন- “ব্যক্তি বদলেছে, শাসকদল বদলেছে কিন্তু এই অন্যায়ের পেছনের অপরাধীরা একই রয়ে গেছে। ঢাকাসহ বাংলাদেশের যেখানেই যাই; বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, কাঁচাবাজার, পরিবহন কেন্দ্র, কারখানা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যাই হোক না কেন, চাঁদাবাজি এবং জমি দখল আগের মতোই চলছে,”।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদীদের নিপীড়নমূলক শাসনামলে যখন অন্যান্য রাজনৈতিক দলগুলিকে পাশে রাখা হয়েছিল এবং অনেকেই আশা ছেড়ে দিয়েছিল, তখন গন অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদের আওয়াজ তুলেছিল।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন যে, তিনি যাকে ফ্যাসিবাদী শাসন বলে বর্ণনা করেছিলেন তা প্রতিস্থাপন এবং রাষ্ট্র পুনর্গঠনের জন্য একটি নতুন ধরণের রাজনীতি প্রয়োজন। তিনি দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান রাজনীতিতে যুবসমাজের সম্পৃক্ততার গুরুত্ব প্রমাণ করে।

দেবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আফতাব আলম ভূঁইয়ার সভাপতিত্বে পথসভায়
আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমান; দেবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইসরাফিউল আলম; দেবীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাসুদ ইসলাম; সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মাজেদুল ইসলাম ইমু।

এরপর তিনি জেলা শহরে একটি গনজমায়েতে অংশ নিবেন বলে জানা যায়।

সম্পর্কিত