বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড় জেলা প্রতিনধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আবু আরেফিন (৩৩)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চঙ্গাখতা এলাকার হামিদুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের শাহনেওয়াজ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করেন ডিবির পঞ্চগড় শাখার এএসআই সাদেকুল ইসলাম। এসময় তার কাছ থেকে ২০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে আরেফিনকে মাদকসহ আটক করেন তারা। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় জড়িত বলে জানায় ডিবি।

আটকের পর ডিবির এএসআই সাদেকুল ইসলাম বাদী হয়ে আরেফিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোর্পদ করেন।

সম্পর্কিত