বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আট’টায় দেবীগঞ্জ করতোয়া সেতুর টোল প্লাজার সামনে থেকে এস,আই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন জামিরুল ইসলাম(৩১) ও মকসেদুল ইসলাম(২৭)। তাদের উভয়ের বাড়ি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে।
জামিরুল ঐ ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মাহিরুল ইসলামের ছেলে এবং মকছেদুল একই ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে।
পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ জামিরুল ও মকছেদুলকে গ্রেফতার করা হয়। এসময় জামিরুলের কাছে ১২ গ্রাম হেরোইন পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা এবং মকছেদুল এর কাছে ৭ পিস ইয়াবা পাওয়া গেছে যার আনুমানিক মূল্য ৭ হাজার টাকা।
এ ঘটনায় দেবীগঞ্জ থানার এসআই ফারুক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ (শনিবার) আদালতে সোর্পদ করা হবে”।










