বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির ১ মাসের কারাদণ্ড

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবির ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত ঐ ব্যক্তির নাম হাসিবুল ইসলাম। তিনি দেবীগঞ্জ পৌর সভার মুন্সীপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।

বুধবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৯ টা’য় দেবীগঞ্জ থানার এস আই শচীন্দ্রনাথ সরকারের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পৌর সদরের মুন্সীপাড়া সংলগ্ন ভুট্টা ক্ষেতে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করে পুলিশ।

আটকের পর রাত ১০ টা’য় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তাকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন।

একই দিনে পুলিশের অভিযানে উপজেলার দন্ডপাল ইউনিয়নের ঢাকাইয়া পাড়া এলাকার আবু সাঈদের ছেলে ছেলে ইউনুছ আলী (৩৮) এবং একই ইউনিয়নের হাকিমপুর গ্রামের আব্দুস সোবহানের পুত্র রিয়াজ উদ্দিন (৪৮) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়।গ্রেফতারকৃত রিয়াজের কাছ থেকে ১৮ পিচ এবং ইউনুছের কাছে ১০ পিচ ট্যাপেন্টাডল পাওয়া যায়।

গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সোয়েল রানা বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আজ আদালতে সোর্পদ করা হয়েছে।

সম্পর্কিত