রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা…. রেলপথ মন্ত্রী জিলুল হাকিম

মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃলোকমাস্টারসহ দায়িত্বরতদের দায়িত্বহীনতার কারণে পাবনার ঈশ্বরদীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

আজ বুধবার (২৭ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে রাজবাড়ীর পাংশায় জেলা পরিষদ ডাক বাংলোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী সিল্লুল হাকিম বলেন, পাবনার ঈশ্বরদীতে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে এটি খুবই অনভিপ্রেত। এটি একটি দায়িত্বহীনতার পরিচয়। কারণ একজন লোকোমাস্টার ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বে, এটা কোনসময় আশা করা যায় না। আমি আশা করব যে, সবাই দায়িত্বশীলতার সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালন করবে এবং সমস্ত দুর্ঘটনা থেকে রেলকে মুক্ত করবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ওই রুটের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে সকাল সোয়া ৬টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক ও অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়।

সম্পর্কিত