রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

চলমান প্রচন্ড তাপদাহে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যদের ডিউটির শুরুতে বিশুদ্ধ পানি সরবরাহ

নিজস্ব প্রতিবেদকঃ

সারাদেশে চলমান তাপদাহে তপ্ত রৌদ্র করোটিতে দাঁড়িয়ে থেকে নাগরিক সুরক্ষা, সড়ক দূর্ঘটনা রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ, পারিবারিক, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, নাগরিক নিরাপত্তা, মাদক, চুরি, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ নিবারণে নিরলস কাজ করে যাচ্ছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত প্রায় ১৩০০ অফিসার ও ফোর্সের ডিউটির শুরুতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ ডিউটিতে নিয়োজিত হওয়ার পূর্ব মুহুর্তে নিজ নিজ ইউনিট থেকে পানি নিয়ে নিয়োজিত হবে নিজ নিজ ডিউটিস্থলে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, প্রচন্ড তাপদাহে জেলা পুলিশের সদস্যরা তপ্ত রাস্তায় তাদের দায়িত্ব পালন করছে। পুলিশি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের পানিশূন্যতা কিছুটা হলেও দূর করতে আমাদের এই উদ্যোগ।

সম্পর্কিত