সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটের পুরানা পল্টন গেট এলাকা থেকে ইয়াবা ও হিরাইনসহ ০২ মাদক কারবারীকর।গ্রেফতার করেছে র‍্যাব-৫

মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ প্রতিনিধিঃজয়পুরহাটের পুরানা পল্টন গেট এলাকা থেকে ইয়াবা ও হিরাইনসহ ০২ মাদক কারবারীকর।গ্রেফতার করেছে র‍্যাব-৫।

র‍্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শূঙ্খলা পরিস্থিতি সমুনত রাখার ল সব ধরনর অপরাধী কে আইনের আওতায় নিয়ে আসার অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সস্ত্রাসী, স-ঘবী অপরাধী, মাদক, অ্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরু নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়,, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল ল কাপ্টেন অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে ০৩ জানুয়ারি ২০২৪ তারিখ ১৬.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরান পল্টন গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিচ ইয়াবা ও ০১ গ্রাম হরাইনসহ মাদক কারবারী ১১ মোঃ ইসমাইল হোসেন (৩৪), পিতা- মোঃ ময়নুদ্দিন, ২১ ঊসবু আকবর (৩৬), পিতা-নাছির আকবর, উভয়র সাং-মালামগাড়ী, কালাই, জেলা-জয়পুরহাটদ্বয় কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ইসমাইল এলাকার চিহ্নিত একজন মাদক কারবারী। গ্রেফতারকৃত সবু ইসমাইলের সহযাগী হিসেবে কাজ করতো বলে জানা যায়।এমন সংবার ভিত্তিতে গত কয়কদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গায়দা দল ইসমাইল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ০৩-১-২০২৪ ইং তারিখ ১৬.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীরকে মাদকদ্রব্য ইয়াবা ও হিরোইন ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানা@পল্টন গেট এলাকায় র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ইসমাইল ও সবুজ কে আটক করে পরবর্তীতে সবার উপস্থিতিতে উক্ত আসামীর নিকট রক্ষিত মাদক দ্রব্য ইয়াবা ২০ পিচ ও হিরোইন ০১ গ্রাম উদ্ধার করা হয়। মাদক সেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরে। রাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প গায়দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পর্কিত