শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে সড়ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার, গোবিন্দগঞ্জ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাসিতলা মহাসড়কের বকচর কালিতলা এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার (৮ সেপ্টেম্বর) ভোরে মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৪-২৫ বছর এবং তিনি মুসলিম বলে ধারণা করা হচ্ছে।

মরদেহটি সড়ক দুর্ঘটনায় গুরুতর ক্ষত-বিক্ষত হওয়ায় তার পরিচয় সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা এখনো স্পষ্ট নয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

যদি কেউ মরদেহে উদ্ধারকৃত অজ্ঞাত যুবককে চিনতে পারেন, তবে অনুগ্রহপূর্বক ০১৩২০১৮৩৭৩০ এই নাম্বারে (ওসি, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সম্পর্কিত