শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে রাস্তা নিয়ে বিরোধে নিহত পরিবারের সংবাদ সম্মেলন

 প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় নিহত মোছলেম উদ্দিনের পরিবারের সদস্যরা দ্রুত বিচার দাবি করেছেন। আজ সোমবার(০৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড় এলাকায় কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী সহিদা বেগম অভিযোগ করে বলেন, ‘রাস্তায় কথা কাটাকাটির জেরে বেলাল হোসেন ও তাঁর স্বজনেরা আমার স্বামীকে মাথায় আঘাত করেন। আমার মেয়েকেও ওরা মারধর করেছে, মাকেও আঘাত করেছে। মামলার পর থেকে শুধু একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, বাকি ৯ জন এখনও পলাতক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত বিচার চাই।’ ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট নাগেশ্বরী উপজেলার গোবর্ধন কুটি এলাকায় রাস্তা নিয়ে বিবাদের সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মোছলেম উদ্দিন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ভাই হাজার উদ্দিন পরদিন ২৪ আগস্ট থানায় মামলা করেন। মামলার ১১ আসামির মধ্যে একজন গ্রেপ্তার হলেও অন্যরা এখনও ধরা পড়েনি। লিখিত বক্তব্যে নিহতের ভাতিজা রবিউল ইসলাম বলেন, ‘বাকি আসামিরা শেখ ফরিদ, আলমগীর হোসেন, মোজাম্মেল হক, আব্দুস সালাম, রাহিমুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মফিজুল ইসলাম, বিলকিছ বেগম, মৌসুমী বেগম ও রাবেয়া বেগম। কিন্তু তাঁদের কেউ ধরা পড়েনি। আমরা চাই দ্রুত গ্রেপ্তার করে দোষীদের শাস্তি দেওয়া হোক।’ নিহতের মা সাহেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলের চার সন্তান। তাদের এখন কে দেখবে? আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’ এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নাগেশ্বরী থানার উপপরিদর্শক মকবুল হোসেন বলেন, ‘আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আসামিরা বাড়িতে অবস্থান করছেন না, পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা ফোনও ব্যবহার করছেন না।’

সম্পর্কিত