সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

সড়ক দূর্ঘনায় ইমামের মৃত্যু

লালমনিরহাট : লালমনিরহাট জেলার কালীগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবিজ উদ্দিন মুন্সি (৬০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।

আজ শনিবার (২৫ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় রংপুর-লালমনিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবিজ উদ্দিন মুন্সি একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেতগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বেতগাড়ী বাইতুন নাজাত জামে মসজিদে ইমামতি করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেতগাড়ী বাইতুন নাজাত মসজিদে ইমামতি করতেন তিনি। রংপুর শহর থেকে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সাথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত