বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ উপকরণ বিতরণ

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ সংরক্ষণ ড্রাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অভ্যন্তরে এই বীজ সংরক্ষণ উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান ও উদ্ভিদ সংরক্ষণ জ্যোতিলাল। উপজেলার ফ্লিপ প্রকল্পের আওতায় ৩টি সীড বিলেজ প্রদর্শনীতে ৯০ টি ড্রাম বিতরণ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৩০ জন কৃষক কৃষাণীর মাঝে বীজ সংরক্ষণ পাত্র তুলে দেয়া হয়েছে। এ ছাড়াও পার্টনার প্রকল্পের আওতায় সরিষা কমিউনিটি বীজ উৎপাদন, ডব্লিউ ডি প্রদর্শনীর ২৮ টি ড্রাম বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত