মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে প্রাঞ্জল সোহানের

মোঃ নুরুল ইসলাম, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড় এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সরোয়ার উদ্দিন সোহান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের চর আন্ধারমানিক গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে। সোহান ফরিদপুর পলিটেকনিক্যালের (সিভিল) ছাত্র ছিলেন।

সোহানের মামাতো ভাই পারভেজউল্লাহ জানান, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নিজ এলাকা থেকে সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড় এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যান সমবয়সী আটজন।

তারা সেখানে গিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি ছবিও তোলেন। ওই সময় স্থানীয় বেশি কিছু লোকও গোসল করছিল। এরই মাঝে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছিল না সোহানকে। তারা আশপাশসহ নদীতে তাকে খোঁজাখুজি শুরু করেন।

এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোহানকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ এসরাকুল ইসলাম জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

সম্পর্কিত