সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জ খাউলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইভল্ভ প্রকল্প ,ডরপ এর উদ্যোগে রোববার সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের নীচ তলায় এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা হাওলাদার, মো. মশিউর রহমান, মো, নাসির হাওলাদার, মো. বিটুল বিশ্বাস, আবুল হোসেন হৃদয় মো. আলমগির হোসনে, জাহানারা বেগম, শাহিনুর বেগম, নাছিমা আক্তার, ইউপি সচিব মো. হাবিবুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় আলোচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সকল বিদ্যালয় স্যানিটারি ন্যাপকিন রাখা, ইউনিয়নের রাস্তার দুই পাশে বৃক্ষরোপনকর্মসূচী, নারী উন্নয়নে দক্ষত বিষয়ক প্রশিক্ষণ ও বেকার যুবকদের আইটি প্রশিক্ষণ প্রদান ইত্যাদি বিষয়ক তুলেধরা হয়।

সম্পর্কিত