সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা:

ফরিদপুরের ভাঙ্গায় রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানার পুলিশ।

শনিবার বেলা তিনটার সময় তারাইল নামক স্থান থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।যুবকের বাড়ি ফরিদপুর সদর উপজেলার তুষার কান্দি গ্রামের হাফিজ উদ্দিন ঢালির ছেলে মো: সজীব ঢালী (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, তারাইল এলাকাবাসীর এক যুবক জরুরী সেবা ৯৯৯ কল করে লাশ দেখার বিষয় তথ্য দেয়। সেই সংবাদ ভিত্তিতে আমরা দ্রুত ঘটনার স্থানে এসে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার করি।

ভাঙ্গা থানার ওসি এম,এ জলিল জানান, জরুরী সেবা থেকে সংবাদ পেয়ে আমি, এডিশনাল এসপি ও তদন্ত ওসি সহ আমারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তারাইল রেল লাইনের পাশে সজিব নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পাই। তার ব্যবহৃত ১টি মোবাইল ও পকেট থেকে আইডি কার্ড পেয়ে তার নাম ঠিকানা সনাক্ত করি।

স্বজনদের সংবাদ দেয়া হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ধারণা করা হচ্ছে, কেউ হয়তো মেরে এখানে ফেলে যেতে পারে ।

সম্পর্কিত